Login Register
Home »
শারদীয়া মুগ্ধবাংলা ১৪৩০
আরও একবার শারদীয়া মুগ্ধবাংলা প্রকাশের উদ্যোগ নিলাম। তবে এইবার পুরো সংখ্যাটিই অনলাইনে রিডিংয়ের সুবিধা করার ব্যবস্থা রাখছি। সেইজন্য যেসব কমিকস এতে দেওয়া হবে, সেগুলিও সরাসরি পেজ হিসাবেই সাইটে এড করা হবে। কেউ যদি এটি ডাউনলোড করে সংগ্রহ করে রাখতে চান, সে সুবিধাও রাখা হবে। এই সংখ্যাটি মহালয়ার সকালে প্রকাশ করা হবে বলে ধার্য করা হয়েছে। তাই অক্টোবরের ১০ তারিখের মধ্যে কেউ যদি এতে তার নিজস্ব কিছু এড করতে চান, দিতে পারেন। যাঁরা এইবারের সংখ্যাতে অংশগ্রহণ করবেন, তাঁরা এই সংখ্যাটি পড়ার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন। কীভাবে কন্টেন্ট যোগ করবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য কয়েওকদিনের মধ্যেই জানানো হবে।
4th August, 2023 8:38 AM
Blacklist Terms About Us
Powered by Blogerythm v3.3 যাত্রা শুরু পয়লা এপ্রিল ২০১৯ © মুগ্ধবাংলা (২০১৯-২০৩৪)